জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মরদেহ শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

মইন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শ্রদ্ধা জানানোর জন্য সেখানে মরদেহ কিছুক্ষণ রাখা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকাপ্টারযোগে জাদ নেতার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা আছরের নামাজ শেষে চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে।

এরপর অন্য সব আনুষ্ঠানিকতা শেষে মইন উদ্দীন খান বাদলকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরের নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের তিন বারের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here