রমেশ-বিনয়-শেফালী কেন্দ্রের উদ্যোগে একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের কিংবদন্তি বাদন শিল্পী বিনয় বাঁশী জলদাস’র ১০৯তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও রম্য লেখক সত্যব্রত বড়ুয়ার ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠান আগামী রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সমাজ বিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন জেলা গর্ভনর ও কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. হরিশংকর জলদাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন লিমিটেডের এমডি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, লোকসংগীত গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার। স্বাগত বক্তব্য রাখবেন সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কবি ও সংগঠক স্বপন কুমার বড়ুয়া। সভায় সভাপতিত্ব করবেন রমেশ-বিনয়-শেফালী চর্চা কেন্দ্রের আহ্বায়ক ভাস্কর ডি কে দাশ মামুন।

অনুষ্ঠানে যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার মুক্তিযোদ্ধা এম.এ. বশর, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, জাতীয় পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি এ্যাওয়ার্ড প্রাপ্ত মোহাম্মদ কামাল উদ্দিন, পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক, সমাজ অনুভাবক ও জনপ্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে।

আয়োজিত অনুষ্ঠানে সকলের স্ব-বান্ধব উপস্থিতি কামনা করেছেন রমেশ-বিনয়-শেফালী চর্চা কেন্দ্রের সমন্বয়ক মো. তাজুল ইসলাম রাজু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here