অনলাইন ডেস্ক :দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন ৯৬টি প্যাকেটজাত তরল দুধের নমুনা পরীক্ষা করে ৯৩টিতেই সীসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। পরীক্ষা করার পরেএমনটি দেখতে পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ ৮ মে, বুধবার হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে মানবদেহের জন্য ক্ষতিকর এসব সীসা ও বিষাক্ত উপাদান পাওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

তবে কোন কোন কোম্পানির দুধে এসব ক্ষতিকর উপাদান রয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। আদালত তাই ওইসব কোম্পানির নাম উপস্থাপন করতে বলেছে। একই সঙ্গে দুধ ও দইয়ে ক্ষতিকারক ও রাসায়নিক উপাদান মেশানোর সঙ্গে কারা কারা জড়িত তাদের নাম-ঠিকানা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

আজ ৮ মে, বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১৫ মে’র মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here