বাঙালি হিন্দু ধর্মালম্বীদের কাছে সম্ভবত সবচাইতে প্রিয় ঋতু শরৎ। শরৎকাল এলে আকাশে ঘুরে বেড়াতে দেখা যায় পেঁজা তুলার মতো মেঘ। আর সকলে প্রস্তুত হতে থাকেন এক বিশাল উৎসবের, সেটি হলো দুর্গাপূজা। হিন্দু পুরাণ মতে, দেবী দুর্গা তার বাহন সিংহে চেপে সপরিবারে মর্ত্যে বেড়াতে আসেন। মর্ত্যে এসে অসুর অর্থাৎ সকল অশুভ শক্তিকে বিনাশ করে সকলকে কাঁদিয়ে বিদায় নেন। আর এ সময়টায় দেবীকে বরণ করে নিতে বাঙালি হিন্দুরা পালন করেন দুর্গাপূজা।

durga

দশভূজা দুর্গা বাঙালি নারীর জন্য এক অনন্য অনুপ্রেরণার প্রতীক। দশটি হাত দিয়ে একাই সামলে নিচ্ছেন চারপাশ। যেমনটা আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত করে যাচ্ছেন। অথচ এই নারীকেই সবসময় সইতে হয় নানা প্রতিবন্ধকতা, গঞ্জনা ও নিপীড়ন। দশভুজা দুর্গার মতই একজন বাঙালি নারী তার প্রতিদিনের জীবনে কতশত কাজ করে চলেন, তার একটি রূপক দাঁড় করিয়েছেন ওপার বাংলার ফটোগ্রাফার অভিজিৎ শীল। মা-মেয়ে-স্ত্রী রূপে একজন নারী ঘরে-বাজারে-ট্রামে যে সংগ্রাম করে যাচ্ছেন সেগুলোই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। আর ছবিতে শৈনি সেনগুপ্ত সেজেছিলেন দুর্গারূপে। ওপার বাংলার পেজ ভিজুয়াল আইজের করা ছবিগুলো থাকছে eআরকির পাঠকদের জন্য।

১#
নবরাত্রির ভোর শরতে,
শিউলি-ফোটা প্রাতে,
মাত্র পূজ্য দেবী দুর্গা,
সবুজ সবজি খোঁজে

durga doshvuja (2)

২#
মা দুর্গা নয় তো
শুধু অসুর সংহারী,
বাস্তবে মা দুর্গা ও
পরিবারের বড্ড দরকারি…

durga doshvuja (1)

৩#
রামের দুর্গা জেগেছিল যবে,
অকালবোধন কালে,
পাড়ার ঘরে দুর্গা তখন
আলুভাতে রাধে…

durga doshvuja (13)

৪#
ধূপের গন্ধে ভরে গেছে
পুষ্প রাঙ্গা দেবী,
জগত জননী এক মনে
গাইছেন লক্ষ্মী পাঁচালী

durga doshvuja (12)

৫#
মাটির দুর্গার পরনে
দেখো হরেকরকম অলংকার,
রক্তমাংসের মা দুর্গা ও
সমাজের অহংকার

durga doshvuja (11)

৬#
স্বর্গের মায়ের সন্তানরা
থাকে দুধে ভাতে,
মর্তের মা তার সন্তানের
হাত রাখে নিজের হাতে

durga doshvuja (10)

৭#
মায়ের হাসি উছলে পড়ে,
মেয়ের মুখে চায়,
যত্নে মা নিজের ক্রোড়ে,
দুধ বার্লি খাওয়ায়

durga doshvuja (9)

৮#
রথ কোথায়? হারিয়ে গেছে,
সারথি গেছে ফিরে,
আমার দুর্গা নিজেই এখন
গাড়ির স্টিয়ারিং ধরে

durga doshvuja (8)

৯#
সাহসী বুকে জনশূন্য..
নাইবা থাকুক কেউ সাথে..
আমার দুর্গা অফিস সেরে
একাই ফেরেন ঘরে

durga doshvuja (7)

১০#
সাজিয়ে ব্যাগ পোশাক জুতো…
ঘড়ির কাঁটা 10:05,
সোহাগিনী দুর্গা আমার
স্বামীর মুখে তুলেছে ভাত

durga doshvuja (6)

১১#
জগত জননী শক্তি মা
শিবের ঘরণী….
নিয়ম করেই পথ্য বানায়
জীবনদায়িনী

durga doshvuja (5)

১২#
ত্রিশূল ধারিণী করুণনয়নী,
কোমল হৃদয় দূর্গা মা,
গভীর রাতে একি শুনি!!
তিনি স্বামীর অত্যাচারিতা

durga doshvuja (4)

১৩#
মা গো স্বর্গ হোক বা মর্ত
নিত্য তোমার পূজা,
বাসে, ট্রামে বা অফিসে,
আমার জীবন্ত দুর্গারাই দশভূজা।

durga doshvuja (3)

সৌজন্যেeআরকি ডেস্ক
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here