বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রি-বার্ষিক সন্মেলন সংসদের সভাপতি অমৃতলাল দে সভাপতিত্বে নগরীর চেরাগি পাহাড় সংলগ্ন সুপ্রভাত হলে গত ২৪.১২.২০২১ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সন্মানিত সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, জেলা উপদেষ্টা স্বপন কান্তি দাশ, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য, ননী গোপাল দেব নাথ, টিংকু কুমার ভৌমিক, প্রদ্রুত বিশ্বাস,সঞ্জয় চক্রবর্তী
সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সুমন দেব নাথ,আর্থিক প্রতিবেদন পেশ করেন সবুজ পাল, দ্বিতীয় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে সুভাশীষ চৌধুরীকে সভাপতি, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্যকে সিনিয়র সহ-সভাপতি, মাষ্টার শিবু দাশ কে সাধারন সম্পাদক করে বাগীশিক চট্টগ্রাম উওর জেলা সংসদ কমিটি ঘোষণা করা করা হয়।
এতে বক্তব্য রাখেন প্রিয়াশিষ চক্রবর্তী, পরিমল দাশ, পিংকু চন্দ্র নাথ, মিনু দে,হরিপদ মজুমদার, ছোটন দাশ,নিকু শীল, আনন্দ চন্দ নাথ, এড.অমল চৌধুরী, অর্জুন কুমার নাথ, শ্রীপাদ গঙ্গাপদ গোস্বামী, শ্যাম সুন্দর বৈষ্ণব, রুপন কান্তি শীল, সুমন কুমার বণিক, মিল্টন চক্রবর্তী, সুভাষ শীল, রাজেশ দাশ, পলাশ মিএ, উজ্জ্বল কুমার দে, বিপ্লব পাল চৌধুরী, বিপ্লব নন্দী, প্রভাষ বণিক,অমর কান্তি শীল, সৈকত দাশ আদিত্য, সুভাষ চক্রবর্তী, মানস চক্রবর্তী প্রভাষক রুপন দাশ প্রমুখ।