বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ)’র ৭ম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ও বোয়ালখালী কমিটি গঠনকল্পে এক সভা গত ১৫ জুলাই উপজেলার কোর্ট ভবনে অনুষ্টিত হয়েছে।

বিএমএসএফ’র চট্রগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আবদুল হাকিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাইসার ইকবাল চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ ও বোয়ালখালী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সভায় জেলা সাংবাদিক নেতৃবৃন্দদ্বয় বিএমএসএফ বোয়ালখালী কমিটি গঠন কল্পে ১৩ সদস্য বিশিষ্ট একটি রূপরেখা ঘোষণা করেন। এতে বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়াকে সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানাকে সাধারণ সম্পাদক, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য এয়াছিন চৌধুরী মিন্টুকে সাংগঠনিক সম্পাদক এবং এস এম মঞ্জুর আলম, টিপু সুলতান, আবুল ফজল বাবুল, সিরাজুল ইসলাম, সেকান্দর আলম বাবর, ফারুক ইসলাম মানিক, স ম রবিউল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, এস এম নঈম ও হোসাইন মাহমুদকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েন পটিয়া প্রেস ক্লাব, বোয়ালখালী প্রেস ক্লাব, বৌদ্ধবার্তা পরিচালনা পর্ষদ, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ বোয়ালখালী ও চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here