বাংলাদেশ একটি ছোট দেশ হলেও পৃথিবীকে অবাক করে দিয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ছোট হলেও, খুব উর্বর একটি দেশ। পৃথিবীকে অবাক করে দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ।’ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন। তারপরও বাংলাদেশ আজ পৃথিবীতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পৃথিবীর সবচাইতে ঘনবসতি দেশ, কৃষি জমির পরিমাণ কম হয়েও যে কিভাবে খদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো- সেটি বিশ্ব সম্প্রদায়ের কাছে, বিশ্ব খাদ্য সংস্থার কাছে একটি বড় স্টাডি হয়ে দাঁড়িয়েছে।’

আজ থেকে এগারো-বারো বছর আগে বাংলাদেশের বৃক্ষ সমৃদ্ধ এলাকার ছিল ১৯ শতাংশের নিচে। এখন সেটি ২৪ শতাংশের বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ১১ বছরে মানুষ বেড়েছে, শহরগুলোর আকার বেড়েছে। দালানকোঠা হয়েছে, দুই লেনের রাস্তা চার লেন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তারপরেও বৃক্ষ এলাকা ২৪ শতাংশের উপরে দাঁড়িয়েছে। এখন বনভূমির বাইরেও গাছ আছে। সেই ধারাবিকতায় মুজিববর্ষ উপলক্ষে চবি প্রশাসন ও ফরেস্ট্রি ডিপার্টমেন্টের গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

এর আগে, সকাল এগারোটার দিকে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন নেডারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্দ বেলাল। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা মাস্টারপ্ল্যান করেছি। পৃথিবীর যেকোন বিশ্ববিদ্যালয় থেকে চবি অন্যরকম বিশ্ববিদ্যালয়। আমরা আইটি পার্কেরও পরিকল্পনা করেছি। তথ্যমন্ত্রী আমাকে বলেছেন, একটা বড় অনুদান নিতে। আমি সেটি মাথায় রেখেছি। বর্তমান সরকার ছাত্রবান্ধব সরকার। ছাত্রদের গবেষণার যা প্রয়োজন তা দিতে প্রস্তুত। আমাদের গবেষক তৈরি করতে হবে।’

এসময় আরও বক্তব্য রাখেন- নেডারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, চব্বিশ পদাতিক ডিভিশন চট্টগ্রাম মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ফরেস্ট্রি ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন, জসিম উদ্দিনসহ অন্যরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here