ক্রীড়া ডেস্ক:

কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে তুমুল সমর্থন দেয় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। যে আওয়াজ পৌঁছে গেছে লিওনেল মেসিদের দেশেও। বিষয়টি নিয়ে দারুণ খুশি আর্জেন্টিনার জনগণ এবং দেশটির ফুটবল কর্তৃপক্ষ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে আর্জেন্টিনায় বাংলাদেশের ‘অনারারি কনসাল’ লিয়ান্দ্রো গাবারদিকে কাল আমন্ত্রণ জানান এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

সেখানে গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এই খবর জানিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ জানায়, দক্ষিণ এশিয়ার দেশটিতে আলবিসেলেস্তেদের নিয়ে যে উন্মাদনা রয়েছে সে বিষয়েই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মেসি ও আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানিয়েছেন গাবারদি। সেই সাথে আকাশি-নীলদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের সমর্থন ও উদযাপন আমাদের আনন্দিত করেছে- এমনটাই উল্লেখ করা হয় বিবৃতিতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here