আলোকিত ডেক্স : তামিল চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রধান ও জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ‘রেমো’, ‘বৈরাভা’ ও ‘সরকার’-এর মতো দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন কীর্তি। খুব অল্প সময়ে চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গা পাকা করেছেন এ দক্ষিণী সুন্দরী।
বিনোদনপাড়ায় সাম্প্রতিক গুঞ্জন, এই ‘মহানটী’ অভিনেত্রীর বলিউডে অভিষেক হতে চলেছে। কানাঘুষা চলছে, হিন্দি ছবির নির্মাতা-প্রযোজক বনি কাপুরের একটি প্রকল্পে কীর্তি অভিনয় করতে চলেছেন।
আর ওই ছবিটি পরিচালনা করবেন ব্লকবাস্টার ‘বাধাই হো’ নির্মাতা অমিত শর্মা।
প্রযোজক বনি কাপুরের নজর এখন দক্ষিণ ভারতীয় বাজারের দিকে। এরই মধ্যে তিনি হিন্দি ছবি ‘পিংক’-এর তামিল রিমেকের প্রযোজনা করেছেন। তামিল ভার্সনে প্রধান চরিত্রে দেখা যাবে সুপারস্টার অজিত কুমারকে।
এদিকে, একটি বড় বাজেটের মালয়ালাম ছবির সঙ্গে চুক্তি সেরেছেন কীর্তি সুরেশ। ‘মারক্কার : আরাবিকাডালিন্তে সিমহাম’ ছবিতে কাজ করবেন তিন। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুপারস্টার মোহনলাল।
২০১৮ সালটি কীর্তি সুরেশের বেশ ভালো কেটেছিল। তাঁর অভিনীত ‘থানা সেরন্ধা কুতম’, ‘মহানটী’ ও ‘সরকার’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। সূত্র : ইন্ডিয়া টুডে