নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুলাই বৃহস্পতিবার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় পশ্চিম গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এতে ২-০ গোলে পশ্চিম গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় । খেলায় দুটি গোলই করে বিজয়ী দলের খেলোয়াড় নুরুল হক সাইফ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় একমাত্র গোলটি করে বিজয়ী দলের খেলোয়াড় জান্নাতুল কাউসার শিফা। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় দক্ষিণ কড়লডেঙ্গা বিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল হক সাইফ ও জান্নাতুল কাউসার শিফা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় নুরুল হক সাইফ ও শাহনাজ আকতার। খেলা পরিচালনা করেন সিজেকেএস’র রেফারি হেলাল উদ্দিন টিপু ও প্রজীব বড়ুয়া।
নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মইন উদ্দীন খান বাদল। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল।
প্রধান শিক্ষক ইসমাত ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, জাসদ বোয়ালখালী উপজেলার সভাপতি মনির উদ্দিন খান, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া। সহকারী উপজেলা শিক্ষা অফিসার লতিকা রত্নম মাননা, সাহেদা বেগম, সৈয়দা আমাতুল্লাহ আরজু।