নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্র্ণ জয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের সৃজনশীল ও সেবাধর্মী সংগঠন পাঠশালা।
এ উপলক্ষে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিতু তালুকদারকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট প্রতিযোগিতা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের গণসংযোগ ও গণমাধ্যম প্রতিনিধি টিটন দে টিটু জানান, চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ক ও খ বিভাগে শ্রেণি নির্ধারণের ভিত্তিতে আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত ফরম সংগ্রহের স্থান ও প্রতিযোগিতার তারিখ সংগঠনের নিজস্ব ফেসবুক পেইজ এবং সংবাদ মাধ্যমে জানানো হবে। চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় স্থান নির্ধারণীতে যোগ্যতা অর্জন করলে সেই প্রতিযোগির মা পাবেন পাঠশালা ‘সৃজনী’ মায়ের পুরস্কার।