আলোকিত ডেস্ক : বোয়ালখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং মেজবানের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আগামী শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের এ আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম।