নগর প্রতিবেদক:
৩০ অক্টোবর রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির শোভা যাত্রা উপলক্ষে বিশালশ্রমিক সমাবেশ চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভৌত বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়–য়া। বিশেষ অতিথিহি সেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের গবেষক সাংস্কৃতিক সংগঠন সন্দ্বীপনার চেয়ারম্যান ভাষ্কর ডি.কে. মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী, চট্টগ্রাম মহানগর ওলামা লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইসমাইল মঞ্জুর আশরাফী, চট্টগ্রাম মহনগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক শ্রী সজল দত্ত, প্রিন্সিপ্যাল ড. শেখ এ রাজ্জাক রাজু, চট্টগ্রাম জেলা আইনজীবী বারের অন্যতম সদস্য এড. মীর শফিকুল কবির বিজন, জাতীয় শ্রমিকলীগ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাশ,নগর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর, চট্টগ্রাম অটোরিক্সা ও অটো টেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিকলীগের চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান গনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম লবণ শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার (মাঝি), চট্টগ্রাম বন্দর মেরিন কন্ডাক্টর শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এয়ার মোঃ খোকন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ কালিম শেখ, মানবাধিকার সংগঠক হাসান মুরাদ, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহমদ, মানবাধিকার নেত্রী ও ছিন্নমূল নেত্রী রোকসানা আক্তারুন্নবী, কাট্টলী আর্থসামাজিক শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ ইউছুফ, চট্টগ্রাম মহানগর রিক্সাশ্রমিক সিনিয়রসহ সভাপতি আবদুল হান্নান, চট্টগ্রাম লবণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহমদ, মহিলা নেত্রী ডলি রানী শীল, কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত বড়–য়া, বায়েজিদ থানা শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রিপন, চান্দগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চান্দগাঁও থানা ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, বাকলিয়া হকার্স লীগের সাধারণ সম্পাদক কমান্ডার আবদুল সালাম, বায়েজিদ থানা হকার্স লীগের সভাপতি রনজিত পাল, সাধারণ সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম। হালিশহর থানা শ্রমিকলীগের সভাপতি ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী, পাহাড়তলী শিল্পাঞ্চল নেতা ইউছুফ মোল্লা, বাবু যীশু দত্ত, আবদুল হালিম আদু, কবির হোসাইন, রিয়াজুল ইসলাম রাকিব, রাবেয়া বেগম বানু, জাকিয়া বেগম, মিসেস নুর জাহান রোকেয়া বেগম, আরফীন নগরের শ্রমিক নেতা জসিম উদ্দিন, পারভীন আকতার, মহিউদ্দিন কবির হোসেন, আবুল হোসেন, ফজল আহমদ, মোঃ সালাউদ্দিন, মোঃ সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দাবী জানিয়ে বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যে জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে সারাবিশ্বে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি চর্চার কারণে মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নের ইতিহাসে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁকে শ্রমিক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী বিশ্বমানবতার নেত্রী সুশাসন নজির স্থাপনকারী জাতিসংঘ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করছেন। বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে স্বাধীনতা বিরোধী চক্র দেশে সাম্প্রদায়িক ডাঙ্গা হাঙ্গামা বাঁজিয়ে উন্নয়নকে ব্যহতকরতে চাই। সর্বস্তরের শ্রমিক জনতাকে সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানী বন্ধেসবাইকে দল মত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে।