বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্য মারামারির ঘটনা ঘটেছে।

এতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.নুরুল আমিন।

এসময় মারামারিতে অন্তত ২০-২৫জন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, তারা মারধর করে ক্ষান্ত হননি। ছুরি, কিরিচ নিয়ে এসেছিলো। তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা তিনটি গুলি করেছে।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

নুরুল আমিন বলেন, সভা চলাকালীন সময়ে হঠাৎ করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যানের অনুসারী মোরশেদ, রোকসার, মোজোসহ বেশ কয়েকজন লোক দেশিয় অস্ত্র নিয়ে এসে নেতাকর্মীদের মারধর করে স্কুল থেকে বের করে দেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও জেলা-উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছি।

তবে এসব বিষয় অস্বীকার করে জেলা যুবদলের প্রচার সম্পাদক মো.শহীদুল আলম বলেন, দলে অনুপ্রবেশকারী হাইব্রিড ওয়াহিদ ও নজরুলের নেতৃত্বে একটি গ্রুপ শোডাউন দেয়। এসময় তাদের সাথে কয়েকজন নেতাকর্মীর বাদানুবাদ হয়েছে। মারামারির ঘটনা ঘটেনি। তবে ওই শো ডাউন থেকে ফাঁকা গুলির শব্দ হয়েছে বলে জানতে পেরেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খরণদ্বীপ স্কুলে বিএনপির দুইগ্রুপ সংর্ঘষে জড়ায়। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। মারামারির এক পর্যায়ে পরপর তিনটি বিকট শব্দ শোনা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here