ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ মে) সকালে হামলার ঘটনা ঘটে। এসময় পরিষদের ভেতর রাখা ত্রাণ সমাগ্রী নষ্ট করা হয় এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়।
বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী বলেন, সকালে ইউনিয়ন পরিষদের কাজ শেষ করে বাড়িতে আসার পর জানতে পারি, পরিষদ কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, প্রায় ৫০ জনের একটি দল ইউনিয়ন পরিষদের ভেতরে ঢুকে ভাঙচুর করে। এ সময় তারা সচিব, চৌকিদার এবং তথ্য কেন্দ্রের উদ্যোক্তাকে মারধর করে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফীন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, এ ঘটনার পর ইউএনও স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বলা যাবে। এজাহার পেলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবো।