চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বাদে মাগরিব প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের। সাংবাদিক বাবর মুনাফ ও মুহাম্মদ আবু নাঈমের পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও নাতে রাসূল পরিবেশনের মধ্যে দিয়ে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থেকে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক তাক্কবীর করেন হাওলা কুতুবীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদ নূর আল-কাদেরী।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। নির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মো. এমরান, গণি, শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।
বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলামকে সম্প্রতি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় সন্মাননা প্রদান করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, শাহীনূর কিবরিয়া মাসুদ, সাংবাদিক টিপু সুলতান, আবুল ফজল বাবুল, রাজু দে, পূজন সেন, আল সিরাজ ভান্ডারী, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ মহিউদ্দীন, এম এস এমরান কাদেরী, এসএম রবিউল হোসাইন, মোহাম্মদ হোসাইন ও শাহাদাত হোসাইন জুনাইদী।
মাহফিল শেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত ও দোয়াপরিচালনা শেষে উপস্থিতির মাঝে তবরুক বিতরণ করা হয়।