নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটসের “স্কাউট শাখায়” সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” পেয়েছে বোয়ালখালী উপজেলার ১০ জন কৃতি স্কাউট।
গত ২০ জানুয়ারি রাজধানীর মৌচাক গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ এ অ্যাওয়ার্ড প্রদান করেন।
২০১৮ সালে সারাদেশে ৭০৩ জন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো, বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ইমতিয়াজ মালেকুল মাজেদ, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের স্কাউট মো. মামুন ও গার্ল ইন স্কাউট ফারহানা ইয়াছমিন, বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট বিবি ফাতেমা, পশ্চিম কধুরখীল স্কুল এণ্ড কলেজের কাজী ফরিদুল আলম ফাহিম, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট রিমা আকতার ফারুকী, হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট অনুরাগ দাশ, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইরফান উদ্দিন মামুন ও গার্ল ইন স্কাউট সাবরিনা সুলতানা এবং জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের স্কাউট মোঃ মাসুদ।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।