এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পাত্র বাংলাদেশি। পশ্চিমবঙ্গের কেউ নন। তথ্যটি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

জয়া এখন অভিনয় করছেন অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমায়। এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নতুন এই ছবি নিয়ে জয়া সাক্ষাৎকার দিয়েছেন টাইমস অব ইন্ডিয়াকে। সেই সাক্ষাৎকারে নিজের সম্পর্কের বিষয়ে অকপট কথা বলেছেন জয়া।

প্রশ্নকর্তা জয়াকে জিজ্ঞেস করেন, আপনার প্রেমের বিষয়টি কী গুঞ্জন বলে উড়িয়ে দেবেন? উত্তরে জয়া কোনো লুকোচুরি না করে বলেন, একদম না। আমি প্রেম করছি। যার সঙ্গে প্রেম করছি তিনি বাংলাদেশি। তবে তিনি সিনেমা ইন্ডাস্ট্রির কেউ নন।

কবে নাগাদ বিয়ে করতে চান—জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন শুধুই প্রেম করছি। বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি।

প্রসঙ্গত, জয়া আহসান প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here