প্রতিনিধি:
বোয়ালখালীতে ২০২১/২২ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে পোনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা) স্বপন চন্দ্র দে’ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাস, সহকারি প্রকল্প পরিচালক মাহমুদুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
এসময় উপজেলার স্কুল, কলেজ, মসজিদ, মন্দির ও আশ্রয়ান প্রকল্পসহ মোট ৮৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৭৬ কেজি পোনা বিতরণ করা হয়।