সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রোববার (১৫ সেপ্টেম্বর)।
দেশের ৬৩ জেলার বিদ্যালয়ে নিয়োগের জন্য এতে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন।
গত ২৪ ও ৩১ মে এবং ২১ ও ২৮ জুন লিখিত পরীক্ষায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।