চট্টগ্রামের ফুসফুস খ্যাত
সিআরবি চত্বরে,
করিওনা হাসপাতাল
বলি অকাতরে।
সবুজ শ্যামল ছায়াঘেরা
আমার সোনার দেশ,
গাছগাছালি কাঁটলে পরে
ধ্বংস পরিবেশ।
গাছের ছায়ায় গাছের মায়ায়
নজর কাড়ে বেশ,
যেমনি আছে তেমনি থাকুক
আমার পরিবেশ।
শকুন তুমি অন্য দিকে
নজর তোমার দাও,
সিআরবি চত্বর থেকে
মুখ ফিরিয়ে নাও।