বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আইএফআরসি, জার্মান রেড ক্রস, আমেরিকান রেড ক্রস ও সুইডিশ রেড ক্রসের সহায়তায় ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
কার্যক্রমসমূহ যথাযথ বাস্তবায়নের লক্ষে আইএফআরসির পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের আওতায় ঘূর্ণিঝড়ের জন্য একটি আগাম কার্যক্রমের নীতিমালা অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগ গত ৮ ও ৯ নভেম্বর এশিয়ান এসআর হোটেল দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। তিনি বলেন, প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আব্দুল জব্বার, মো. শাহজাহান, মো. সাখাওয়াত হোসাইন। মো. শরিফ খানের পরিচালনায় ২৪ জন পুরুষ ও ৫ জন মহিলা এনডিআরটি (জাতীয় দুর্যোগ সারা প্রদানকারী দল)/ এনডিডব্লিউআরটি (জাতীয় দুর্যোগে পানি ও পয়নিষ্কাশন সারা প্রদানকারী দল) কর্মশালায় অংশগ্রহণ করেন।
‘প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাই দেশকে এগিয়ে নেবে’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিনব্যাপী কর্মশালা