প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া
জন্ম ১৯৪৫ সালের ১১ ফেব্রুয়ারি রাউজানের আবুরখীলে । পুণ্যশীলা রত্নগর্ভা মল্লিকা রানী বড়ুয়া তাঁরই গর্ভধারিনী মা।তাঁর বাবা সমাজনেতা কৈলাশ চন্দ্র বড়ুয়া ।
রাউজানের আবুরখীল অমিতাভ সরকারী প্রাথমিক বিদ্যালয়েই হাতেখড়ি। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের পাঠ শেষে নিলেন ডক্টর ডিগ্রী। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও গবেষক ।
শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবারের একুশে পদকে ভূষিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ব¦বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব বৌদ্ধ নেতা, বহু সংগঠনের জনক, বিশিষ্ট শিক্ষাবিদ, বৌদ্ধ গবেষক, বিশ্ব বৌদ্ধ নেতা, বহু সংগঠনের জনক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ (যুব) এর প্রাক্তন উপদেষ্টা, বৌদ্ধ সমাজ চিন্তাবিদ, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ডক্টর প্রণব কুমার বড়ুয়া।
বিশ্ব বৌদ্ধ জগতে বুদ্ধের ধর্মের সমৃদ্ধিতে, শান্তি স্থাপনের প্রচেষ্টায় বহু সংগঠনের উপদেষ্টা, অফিস প্রধান, সদস্য হিসেবে বুদ্ধ সাসনের উন্নয়নে পেশাগত, শিক্ষাগত এবং সামাজিক প্রজ্ঞান অবদান এবং সুদীর্ঘ ৫০ বৎসর ধরে বৌদ্ধ ধর্মের সমৃদ্ধিতে শ্রীমৎ অনাগরিক ধর্মপাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জাতীয়, ধর্মীয়, সামাজিক এবং শিক্ষা কর্মসূচীতে সমর্থক হিসেবে প্রভূত অবদান রাখেন।