গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চসিক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীনসহ সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ আসনের নব নির্বাচিত সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাতে মোছলেম উদ্দীন আহমদ বোয়ালখালীর সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় মোছলেম উদ্দীন আহমদকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে প্রধানমন্ত্রী এই উপ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেছেন, দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জয় যে নিশ্চিত হয়, এটাই তার প্রমাণ।

সৌজন্য সাক্ষাতকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here