আলোকিত ডেস্ক : বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাসুম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী কামিলার বাড়ীতে এ ঘটনা ঘটে । নিহত মাসুম একই ইউনিয়নের আকুবদণ্ডী শরীফ পাড়ার মো. মহিউদ্দিনের ছেলে । তিন ভাইয়ের মধ্যে মাসুম সবার ছোট।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, মাসুমকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।