নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আবদুছোবাহান হাফেজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বাদে জুমা আদর ও নন্দন কমিউনিটি সেন্টারের পরিচালনায় উপজেলার পোপাদিয়া কমর আলি মুন্সি জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম ওমরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
মাষ্টার মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, যুবলীগ সভাপতি মো. সেলিম উদ্দিন, হাফেজ মাওলানা জিয়া উদ্দিন, মো.আনিসুল ইসলাম, আজিজ উল্লাহ ও মো. ফয়সাল।
আবদুছোবাহান একাডেমি হাফেজখানা ও এতিমখানার শিক্ষার্থী মো. শাওয়াল ইসলাম, আনিসুর রহমান কোরআন এ হাফেজ হওয়ায় তাদের দস্তারবন্ধী করেন অতিথিবৃন্দ। এছাড়া মাহফিলে কেরাত ও না’তে রসুল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার প্রদান করা হয়।