অনলাইন ডেক্স : বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দিরে উৎসব উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে মন্দির কার্যালয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি অনুপ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভুপদ ঘোষ, শিবু সেন, শ্যামল চৌধুরী, আশীষ ঘোষ, অর্পিত দত্ত, অনুপম চৌধুরী, রূপন শীল, উৎপল দত্ত, বিকাশ সিকদার, বাবু চৌধুরী, বাবলু ঘোষ, বিষ্ণুপদ শীল, উত্তম ধর বাপন, সুব্রত দত্ত রাজু, জুয়েল চৌধুরী, বিধান দাশ, বিকাশ নাথ, উৎপল বিশ্বাস, দীপক দে, রণি দে, রানা দত্ত, অভি দত্ত, বিপ্লব বিশ্বাস প্রমুখ।

সভায় উৎসব উদযাপন’১৮ এর হিসাব পেশ ও অনুমোদন দেওয়া হয়।

এবি/আরডি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here