বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়া বড় বাড়ী মাজারে ফাতেহা শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) রবিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

হযরত মৌলানা ইউনুছ শাহ (রা.), হযরত মৌলানা আবদুল মোনাফ শাহ (রা.) ও হযরত মৌলানা গোলাম শরীফ শাহ (রা.) এর বার্ষিক ফাতেহা শরীফ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাদে মাগরিব আয়োজিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থকাবেন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়্যদ মুহাম্মদ আবদুশ্ শকুর রায়হান আযিযী নকশ বন্দী মোজাদ্দেদী (মা.)।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ.ন.ম. আহমদ রেজা নকশ বন্দী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুজাহিদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মুত্তালিব আল কাদেরী।

মাহফিলে ভক্ত, আশেক, মুরীদগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলী আকবর চৌধুরী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here