করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন শ্রীশ্রী বাসন্তী পূজা, ধর্মীয় সভা, মহোৎসব, নাম সংকীর্ত্তনসহ অন্যান্য যেকোন ধরণের সামাজিক অনুষ্ঠান, পূজা-পার্বণে জনসমাগম হয় এমন আয়োজন পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ আহবান জানান বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও সাধারণ সম্পাদক অধির দে।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জনসমাগম হয় এমন অায়োজন থেকে বিরত থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরের মধ্যে অবস্থান বারবার হাত ধোয়া, বয়স্ক, শিশু ও অসুস্থদের বাড়তি খেয়াল রাখা পাশাপাশি এ দূর্যোগ থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি