বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে করোনা মোকাবেলায় কর্মহীন অসহায় ১২০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন কানাডা প্রবাসী ডা. ধীমান চৌধুরী।
উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের কৃতি সন্তান কানাডা প্রবাসী ডা.ধীমান চৌধুরীর অর্থায়নে ৩য় দফায় এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
বুধবার (৬ মে) এ খাদ্য সহায়তা বিতরণ করেন ডা. শ্রীমান চৌধুরী, প্রকৌশলী হৃষিকেশ চৌধুরী ও সুনিত চৌধুরী রানা।
খাদ্য সহায়তা হিসেবে পরিবার প্রতি ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ২ কেজি সয়াবিন তৈল, ২ কেজি পিঁয়াজ ও ২ কেজি লবণ।
এর আগে ১৭ এপ্রিল ১ম দফায় ১০৫ পরিবারকে এবং ২৩ এপ্রিল ১২০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ডা.ধীমান চৌধুরী।