আবো. রিপোর্ট

উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৪ জানুয়ারী বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ম্যানেজিং কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে মোঃ মঈন উদ্দিন ৭১৩ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ মুছা ৬১৩ ভোট পেয়ে ২য়,মোহাম্মদ হানিফ ৫৯৭ ভোট পেয়ে ৩য় ও মোহাম্মদ কামাল উদ্দিন ৫৭৬ ভোট পেয়ে ৪র্থ এবং ফারজানা আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য নিবার্চিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here