নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌর অর্থায়নে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এসএম মিজান অক্লান্ত পরিশ্রম করে এ এলাকার সার্বিক উন্নয়ন করে চলেছেন। উন্নয়নের সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এলাকার উন্নয়নে পৌরসভা প্রতিষ্ঠা করেছি।
পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান বলেন, ২০১২ সালে অক্লান্ত পরিশ্রম করে বোয়ালখালী পৌরসভা প্রতিষ্ঠা করেন এ এলাকার কৃতি সন্তান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তার নির্দেশে ও সার্বিক সহযোগিতায় এ এলাকার শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটের অবকাঠমোগত উন্নয়ন সাধিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো. শফিক, আবুল হাশেম, আবদুল কুদ্দুছ মেম্বার, মাওলানা ইলিয়াছ শিকদার, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন, মাষ্টার নাসির উদ্দিন, মাষ্টার নুর নবী, নাজিম উদ্দিন, নুরুল আবচার, কাজী খোরশেদ মিল্টন, নেজাম উদ্দিন, মো. ওয়াসিম, মো. শহীদ, শাহদাত হোসেন প্রমুখ।