প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান, পরিবেশ বান্ধব নির্মাণ, এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রা শুরু করেছে এরিয়া ব্লকস লি:
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার আরাকান সড়কের রায়খালী ব্রিজ সংলগ্ন এ কারখানার উদ্বোধন করেন বোয়ালখালী পৌরসভা মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
এসময় তিনি বলেন, দেশে শিক্ষার হার যেভাবে বাড়ছে, সেভাবে চাকরি মিলছেনা।তাই চাকরির পিছনে না ঘুরে মেধাকে কাজে লাগিয়ে হাইড্রোলিক মেশিনে তৈরী পরিবেশ বান্ধব কংক্রিট, ব্লক ও পার্কিং টাইলস উৎপাদনে নিজেরা যেমন স্বাবলম্বী হবে পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থান হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান কমান্ডার। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস মুহাম্মদ সোলাইমান আনছারি (মা.)।
মো. ইমরান নেওযাজ সিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, হেলালী বিল্ডার্সের চেয়াম্যান আব জাফর সিদ্দীকি হেলালী ও প্রকৌশলী আবুল কাশেম।