অনলাইন ডেক্স : বোয়ালখালী উপজেলার শাহ্ মাবুদিয়া দরবার শরীফের সাজ্জাদান্শীন পীরে ত্বরীক্বত আল্লামা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (মা.জি.আ.) বলেছেন, পবিত্র রমজান হচ্ছে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার উত্তম মাধ্যম।  পবিত্র মাহে রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়। এ মাস তাকওয়া হাসিলের মাধ্যমে প্রিয় নবী (সা.) এর মহব্বত ও সুন্নাতের আলোকে মানব জীবনকে পরিপূর্ণ ভাবে গঠনের উত্তম ব্যবস্থা।

গতকাল ১৭ মে শুক্রবার বোয়ালখালীর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে ‘আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় কমিটির সি.ভাইস চেয়ারম্যান শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, মাওলানা ফরিদ উদ্দিন আলকাদেরী, মাওলানা ছৈয়দুল হক আনসারী, মাওলানা আবদুল কুদ্দছ আলকাদেরী, মাওলানা মাহবুবুল আলম কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা মনছুর আলম কাদেরী, মাওলানা নজির আহমেদ, মাওলানা হাফিজুর রহমান, আ লীগ নেতা মো. মুশারফ হোসেন, মাওলানা মনজুর হোসাইন, মাওলানা সরাফত উদ্দিন, মো. রুহুল আমীন কাদেরী, হা. তৌহিদুল আলম আকিব।

সবশেষে মিলাদ, ক্বিয়াম, ফাতেহা, আখেরী মুনাজাত ও ইফতারি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here