মঙ্গলবার (২৩ জুন) সকালে তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন । হাসপাতালের পক্ষে এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের প্রধান সমন্বয়কারী ডা. হোসেন আহম্মদ, সমন্বয় সচিব জাকের আহম্মদ খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব রানা, হান্নান সুজন, পারভেজ নাহিয়ান, আকবর জুয়েল প্রমুখ।
পিপিই প্রদানকালে ছৈয়দ জাফর ছাদেক শাহ করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে পতেঙ্গা করোনা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক সকলকে অভিনন্দন জানান ও করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি সারাদেশে মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা ও করোনায় আক্রান্তদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।