দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ১৭বছরের বঞ্চনার জবাব দিতে হবে ১৪অক্টোবর ব্যালটের মাধ্যমে। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, আরও পাঁচ বছর পিছিয়ে যেতে হবে। শেখ হাসিনা শফিউল আজম শেফুকে নৌকা দিয়েছেন, নৌকাকে উত্তরণ ঘটিয়ে শেখ হাসিনাকেই আপনারাই উপহার দেবেন। তাঁকে উন্নয়নের জন্য বলতে পারবেন। নেত্রীর প্রতিনিধি আমি মোছলেম উদ্দিন, এ গ্রামেরই সন্তান। আপনারা নৌকার দায়িত্ব নেন, উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। তিনি গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক দিদারুল আলম দিদারের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক রাজীব চক্রবর্তী ও আবু কাউছারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সমাজসেবক আলহাজ মো. শফিক, বদিউজ্জামান, মনছুর আলম পাপ্পী, জহুরুল ইসলাম জহুর, নুরুল আবছার, আবদুল মান্নান রানা, শাহজাদা এস এম মিজানুর রহমান, বাবর উদ্দিন বাবর প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here