নূরে দুনিয়া । গানের বই ।
লিখেছেন – কবিয়াল রমেশ শীল । ভাব গানের ভক্ত অথচ রমেশ শীলকে জানেন না এমন মানুষ পাওয়া মুসকিল ।
প্রকাশক শ্রী পুলিন বিহারী শীল চট্টগ্রাম থেকে ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বের করেন এই বই । রমেশ শীল মাইজভান্ডার দরবারের পীর গোলামুর রহমানের ভক্ত ছিলেন । রমেশ শীলের বহু গান দেশজুড়ে খ্যাতি পাওয়ার সাথে সাথে তার পীর এবং মাইজভান্ডার দরবার শরীফেরও পরিচয় বাড়তে থাকে দেশ জুড়ে ।
অামরা পাঠকদের জন্য ‘নূরে দুনিয়া’ বই থেকে প্রথম গানখান এখানে হুবুহুব তুলে দিলাম ।
========
নূরে দুনিয়া
(তাল আদ্ধা)
অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি, লীলা কর বিশ্বময় ।
অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময় ।।
সাকারে কি নিরাকারে, আছ তুমি একাকারে ।
ভজে তোমায় নানা কারে, যার মনেতে যাহা লয় ।।
প্রকৃতির আড়ালে বসি, খেল সদা ভুতে মিশি ।
তুমি দিবা তুমি নিশি, সৃষ্টি স্থিতি তুমি লয় ।।
ভাবের বিবর্তনে পড়ে, দেখতেছি বহু আকারে ।
স্বভাবেতে যোগের ঘরে আমি তুমি ভিন্ন নয় ।।