অনলাইন ডেক্স : কলকাতার নায়িকা ও নব নির্বাচিত সাংসদ নুসরাত জাহানের বিয়ে হতে চলছে সপ্তাহখানেক পর। এই নিয়ে তার বাড়ির সবাই ব্যস্ত।

১৯ জুন তুরস্কের ইস্তাম্বুলে প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করবেন এই অভিনেত্রী। তার আগে ১৩ জুন সকালে কলকাতায় হবে গায়েহলুদ।

নুসরাতের বাড়ির ওই অনুষ্ঠানে প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী শামিল হবেন বলে জানা গেছে।

ইস্তাম্বুলে বিয়ের দু’দিন আগে থেকেই সেলিব্রেশন শুরু হবে। ১৭ জুন বিলাসবহুল ইয়টে পার্টি, ১৮ জুন মেহেদি ও সংগীত আর ১৯ জুন বিয়ে।

তুরস্কেও মিমি থাকবেন। বিয়ের অনুষ্ঠানে এই অভিনেত্রী ও নব নির্বাচিত সাংসদ ট্র্যাডিশনাল ডিজাইনের পোশাক পরবেন বলেই জানা গেছে। বন্ধুর বিয়েতে পরার জন্য ইতিমধ্যে সাতটি পোশাক বাছাই করেছেন।

তবে মিমি ছাড়া আর কোনো সেলিব্রিটি ইস্তাম্বুলে উপস্থিত থাকছেন না।

এর আগে শোনা যায়, দেব ও জিতকে ইস্তাম্বুলে যাওয়ার নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। কাজের ব্যস্ততার জন্যই তারা যেতে পারছেন না।

নুসরাতের বর নিখিল জৈন কলকাতার খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেন। আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত। কাজের সূত্রে নুসরাতের সঙ্গে তার আলাপ-পরিচয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here