আবো ডেক্স : তথ্যপ্রযুক্তির এই যুগে মুঠোফোন ছাড়া যেন আমরা এক মুহূর্ত চলতে পারি না। সারাদিন অসংখ্যবার ব্যবহৃত হয় নিত্য প্রয়োজনীয় এই ডিভাইসটি। ইতোমধ্যেই বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, মুঠোফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। কিন্তু আপনি সারাদিন মুঠোফোন এমন সব জায়গায় রাখেন যেখান থেকে এতে সহজেই জীবাণু বাসা বাঁধতে পারে।ওষুধের দোকানে বা মুদির দোকানে টাকা দিতে গিয়ে হয়তো ফোন রাখলেন কাউন্টারের ওপর, আর সেখান থেকে যে ভাইরাস বা ব্যাক্টেরিয়ার অনুপ্রবেশ ঘটবে না তার গ্যারান্টি কে দেবে? তাই একান্ত ব্যক্তিগত জিনিসপত্রের জন্য নির্দিষ্ট ব্যবহারবিধি প্রয়োজন। তাছাড়া নিজের মুঠোফোন অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার অভ্যাস থাকলেও সেটা বন্ধ করতে হবে।

ঝুঁকিমুক্ত থাকতে কীভাবে মুঠোফোন পরিষ্কার করবেন?বাইরে থেকে বাসায় ফেরার পর ফোনের ব্যাক কভার খুলে ফেলুন। ধুয়ে নিন ভালোভাবে। গরম পানিতে ধুলে সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ বেশিরভাগ ফোনের ব্যাক কভারই ওয়াশেবল প্লাস্টিক দিয়ে তৈরি। ওয়াইপ দিয়ে মুছেও নিতে পারেন। তবে ফ্রন্ট কভার কাচের হলে কিন্তু ওয়াইপ চলবে না।কান পরিষ্কার করার কিউ টিপ নিন, ফোনের প্রতিটি কোণ মুছে নিন তা দিয়ে। ইয়ারপিস, ফোনের নানা পোর্ট, স্পিকার গ্রিলের ক্ষেত্রে বিশেষ যত্ন নিন। এবার একটা নরম কাপড় দিয়ে খুব ভালো করে মুঠোফোনটা মুছে নিন।খুব নরম একটা কাপড় সাবান-পানিতে ডুবিয়ে ঝেরে নিন। তারপর সেটা দিয়ে মুছে নিন ফোন। শুকনো হলে আবার কেসের মধ্যে ভরে রাখবেন।সাবান দিয়েই পরিষ্কার হবে, তবে ভালো করে শুকিয়ে নিয়ে তবেই কেসে রাখুন। সেই সঙ্গে মুঠোফোন সারাক্ষণ হাতে না রেখে ব্যাগে বা পকেটে রাখুন। আর অবশ্যই প্রতিবার ব্যবহারের পর হাত জীবাণুমুক্ত করুন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here