৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রী. রবিবার রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্যান্সার জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মোসলেম উদ্দিন স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোছলেম উদ্দিন আহমদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার একজন রাজনীতিবিদ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং তিনি চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ছিলেন।
মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম শাখার সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে, তিনি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
মোছলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্তমান সভাপতি।
মোছলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন।
মোছলেম উদ্দিন আহমদ এর মৃত্যুতে আলোকিত বোয়ালখালী পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবাের প্রতি সমবেদনা জানানো হয়েছে।