পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রেকে অপহরণ করতে চেয়েছিলেন—এমন খবর কয়েক দিন আগে প্রকাশের পর মুখ খুললেন রাউয়ালপিন্ডি এক্সপ্রেস।
পত্রপত্রিকার খবর, সে অনেক আগের কথা। সে সময় সোনালির ‘ইংলিশ বাবু দেশি ম্যাম’ সিনেমা আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের পেসার শোয়েব সেই সিনেমাটি দেখে সোনালির প্রেমে পাগলপ্রায়। সে সময় তাঁর মনে এমন ইচ্ছে জেগেছিল।
প্রতিবেদন অনুযায়ী, একটি আলাপ অনুষ্ঠানে পাক ক্রিকেটার বলেছিলেন, সোনালির প্রেমে এতটাই মজেছিলেন যে নিজের মানিব্যাগে নায়িকার ছবি রাখতেন। আর তাঁর পুরো ঘরজুড়ে ছিল সোনালির পোস্টার। সাবেক এ তারকা ক্রিকেটার আরো বলেছিলেন, যদি সোনালি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন তো অপহরণ করবেন!
‘অপহরণ ইচ্ছে’র খবর ছড়িয়ে পড়ার পর শোয়েব আখতার নিজের অবস্থান পরিষ্কার করলেন। ইউটিউবে মুক্তি পাওয়া একটি ভিডিও-বার্তায় শোয়েবকে বলতে শোনা গেল, ‘সবার উদ্দেশেই বলছি, সোনালি বেন্দ্রে ও আমার সঙ্গে এমন কিছুই ছিল না। কিছুই ছিল না। এ ধরনের গুঞ্জন বন্ধ করতে সবাইকে অনুরোধ করছি।’
এর আগে অবশ্য পাক বোলারের আবেগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সোনালি বেন্দ্রে বলেছিলেন, ‘শোয়েব আখতার নামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আমি চিনি না। তা ছাড়া আমি একদম ক্রিকেটের ভক্ত নই। এটা খুবই হাস্যকর যে, ভারত-পাকিস্তান খেলা হলেই প্রতিবার গণমাধ্যমকর্মীরা আমাকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করেন। শুনেছি উনি আমার ভক্ত। আমি শুধু এটুকু বলতে পারি, এ জন্য ওনাকে ধন্যবাদ।’
একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সোনালি বেন্দ্রে। ২০০২ সালে তিনি গোল্ডি বেহলকে বিয়ে করেন। গত বছর ক্যানসারে আক্রান্ত হন এ অভিনেত্রী। পরে ক্যানসারমুক্ত হন। শোনা যাচ্ছে, ফের অভিনয়ে ফিরবেন।