সারাদেশের মতো নগরের প্রতিটি স্কুলে পালন করা হয়েছে বই উৎসব। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের মতো আমরাও বই উৎসব পালন করছি। চট্টগ্রামে প্রায় ২ কোটি ৩ লাখ বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। আগামী দিনগুলোতেও যেন এ কার্যক্রম অব্যাহত থাকে, সে আশা করছি। শিক্ষার্থীরা বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহেদা্ আক্তার।
প্রসঙ্গত, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলার ৬ হাজার ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।