মুক্তি ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি আমি। আমার বিপরীতে অভিনয় করবেন রাজ রিপা নামের নতুন একজন নায়িকা। এই ছবির গল্প, কাহিনি ও চরিত্র আমার পছন্দ হয়েছে। এক কথায় অসাধারণ এমন গল্পের ছবিতে অভিনয়ের জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। অবশেষে সুন্দর একটি ছবিতে অভিনয়ের সুযোগ এসে গেলো।
ছবিটির কাহিনী সম্পর্কে আরজু জানান, এটি মূলত অ্যাকশন থ্রিলার ঘরানোর চলচ্চিত্র। নোয়াখালী জেলার অন্তর্গত একটি পরিচিত জনপদের অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তির গল্প এখানে তুলে ধরা হয়েছে। এক লোমহর্ষক কাহিনীকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই ছবির গল্প। আরজু বলেন, আশা করছি – গল্পটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।
আরজু জানান, চলতি মাসের ২০ তারিখ থেকেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নোয়াখালী ও খুলনার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যায়ন হবে। আর সময় মতো ছবিটির নির্মাণ কাজ শেষ হয়ে গেলে আগামী বছরের নারী দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, গুঞ্জন রহমানের গল্পে মুক্তি ছবিটি পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজনাও করছেন ইফতেখার চৌধুরী। তার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজের ব্যানারে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল আরজুর ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিতে তার বিপরীতে ছিলেন পরীমনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘আগুনে পোড়া’ নামের আরেকটি চলচ্চিত্রের কাজ।