অনলাইন ডেস্ক : ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি ও দলটির নেতৃত্বাধীন জোট এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন মোদি। আগামী ২৯ মে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
লোকসভার নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৪৯টি আসন পেয়েছে। বিজেপি একক দল হিসেবে ৩০০’র বেশি আসন পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউপিএ পেয়েছে ৯১ আসন। অন্যরা ১০২টি আসন পেয়েছে।
গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে।
ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজেপি বড় জয় পাওয়ার পর নরেন্দ্র মোদি এই ফলকে ভারতের বিজয় বলে উল্লেখ করেন। টুইট বার্তায় তিনি লিখেন, আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। আমরা সবাই মিলে শক্তিশালী ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। বিজয়ী ভারত।
নির্বাচনে দল ও জোট পরাজিত হলেও জনগণের রায়কে মেনে নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
ফলাফলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের মানুষের রায়কে স্বাগত৷ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা৷পরাজিতদের বলছি ভয় পাবেন না৷ এটা দুই দলের মতাদর্শের লড়াই৷ আমরা ঘুরে দাঁড়াব৷
নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে রাহুল গান্ধি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তার মা ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধির কাছে। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, এনডিএ’র আসন দাঁড়িয়েছিল ৩৩৬।