শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ২৬ দফা নির্দেশনা মেনে অনাড়ম্বর ধর্মীয় আনুষ্ঠানিকতায় পূজা উদযাপনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে এক বিজ্ঞপ্তি বলেছেন, চলমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে যাতে কোনোভাবেই অহেতুক জনসমাগমের সৃষ্টি না হয়। কেন না করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে। মণ্ডপে আগত সকলের মাস্ক পরিধান নিশ্চিত করার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি পালন করতে হবে।
এ সংকট পরিস্থিতি থেকে মুক্তির জন্য মা দুর্গা সকলকে শক্তি দিক, শুভ চেতনার উদয় হোক।