স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শ্রমিকলীগ নেতা কার্তিক শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সিঞ্চন ভৌমিক।
শিক্ষক আনিসুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, শিক্ষক বেবী দাশ গুপ্ত, ইয়াসমিন আকতার রিকু, ইয়াসমিন আকতার পিংকি, পূজা নাগ, অভিভাবক সদস্য সজল দাশগুপ্ত, কাকলি দাশগুপ্ত, মনোয়ারা বেগম ও শিক্ষার্থী আয়েশা ছিদ্দিকা।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।