চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের যৌথ উদ্যোগে গত রবিবার জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘গ্রুপ থিয়েটারে আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট নাট্যকার, নাট্যসমালোচক ও গবেষক অংশুমান ভৌমিক।
গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলির সদস্য মোসলেম উদ্দীন সিকদার। সাধারণের চাহিদা থিয়েটারের বিষয়বস্তু হয়ে মঞ্চে আসে।
চারদেয়ালর মঞ্চের পাশাপাশি সাধারণ মানুষের কাছে নাটক নিয়ে যাওয়ার জন্য মনযোগ দেয়া প্রয়োজন নাট্যকর্মীদের। আয়োজিত মুক্ত আলোচনায় নাট্যজন শিশির দত্ত, ম. সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, প্রদীপ দেওয়ানজী, অসীম দাশ, ড. কুন্তুল বড়ুয়াসহ নাট্যকর্মী ও বিভিন্ন অঙ্গনের সংস্কৃতজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here