মাকে মারপিট করায় থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে দশ বছরের ছেলে। পুলিশ শিশু সন্তানের অভিযোগ পেয়ে দ্রুত গিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

এমন ঘটনা ঘটেছে যশোর কোতোয়ালি থানায় রবিবার দুপুরে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফয়সাল নামে শিশুটি দুপুরে তার কক্ষে এসে কাঁদতে কাঁদতে জানায় তার বাবা জুয়েল তার মাকে মারপিট করেছে। তার অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে এসআই নুর ইসলামকে ওই শিশুসহ পাঠানো হয়। সে তার বাবা জুয়েলকে দেখিয়ে দিলে তাকে আটক করে থানায় আনা হয়।

এসআই নুর ইসলাম জানান, জুয়েলকে আটক করে থানায় আনার পর তার স্ত্রী ফাতেমা বেগমও থানায় আসেন।

তিনি বলছেন, স্বামীর বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, শিশুটি তাদের বলেছে, সে চায় তার মা-বাবা যেন মিলেমিশে থাকে। সেভাবেই বাবা জুয়েলের কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মীর মঈন হোসেন মুসা জানান, দুপুরের দিকে তিনি দেখেন একটি শিশু ছোট্ট সাইকেল নিয়ে থানায় এসে দাঁড়িয়ে কাঁদছে। তিনি কাছে গিয়ে কী হয়েছে জানতে চাইলে সে তাকে বলে, তার বাবা তার মাকে মেরেছে, তাই সে থানায় জানাতে এসেছে। তখন তিনি তাকে ওসির কাছে নিয়ে যান।

এ পরিবারটি যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা। শিশু ফয়সালের বাবা জুয়েল নির্মাণ শ্রমিক। ফয়সাল যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here