করোনার এই সঙ্কটময় পরিস্থিতিতে ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে জানিয়েছে দুদক।
সংস্থাটি বলছে, দুদকের নিজস্ব গোয়েন্দা বাহিনীর দেয়া তথ্যে বেশ কয়েকটি স্থানে দুর্নীতির চিত্র উঠে এসেছে। এ অবস্থায় সারা বাংলাদেশের ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণের যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।
শুক্রবার (১০ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে দুদকের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়কে নির্দেশনা দেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। চিঠিতে তিনি বলেন, দুদক কর্মকর্তারা এখন থেকে স্থানীয় জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অবস্থাতেই এ কর্মসূচিতে দুর্নীতির ন্যূনতম সুযোগ দেয়া হবে না।
দুদক কাউকে অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ দিবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়।