Home ইউনিয়ন শ্রীপুর খরণদ্বীপ ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই ত্যাগী কর্মী সৃষ্টি হবে – এসএম আবুল কালাম

ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই ত্যাগী কর্মী সৃষ্টি হবে – এসএম আবুল কালাম

316
0

প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক রাষ্টদূত এসএম আবুল কালাম বলেছেন, রাজনৈতিক পদ-পদবী বিক্রিকারীদের স্থান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে হবে না।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে রমনী মোহন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত শোক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে ১৪ আগস্ট আর ১৫ আগস্টের মধ্যে বিশাল তফাৎ দেখা গিয়েছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। ৭৫ পরবর্তী দুঃসময়ে যারা আওয়ামী লীগকে বুকে আগলে রেখে সুসংগঠিত করে গেছেন তাদের অবশ্যই স্মরণ করতে হবে। যারা টাকার বিনিময়ে পদ-পদবী কিনছেন তাদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই ত্যাগী কর্মী সৃষ্টি হবে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় ও রতন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, আমুচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাংবাদিক সেকান্দর আলম বাবর, যুবলীগ নেতা মো. সেলিম উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মো.ইউছুফ, আওয়ামী লীগ নেতা এমএস আলম, ইউছুপ মাষ্টার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল, কলেজ ছাত্রলীগ নেতা এসএম কাজেম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুছ আজম খোকন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here